জনপ্রিয় গায়ক জেনস সুমন, যিনি “একটা চাদর হবে চাদর” গানটির মাধ্যমে দেশজুড়ে পরিচিতি লাভ করেছিলেন, আজ (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু নাদিম।
নাদিম জানান, সকালে হঠাৎ সুমন তীব্র বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি প্রাণ হারান।
সুমনের কণ্ঠে ১৯৯৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ এবং পরবর্তী একের পর এক জনপ্রিয় অ্যালবাম যেমন—‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’—শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। তার শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। যদিও পরবর্তীতে তিনি অল্প সময়ের জন্য সঙ্গীত কার্যক্রমে কম সক্রিয় হন, তবুও শ্রোতাদের মনে তার কণ্ঠের স্মৃতি অটুট থাকল।
জনপ্রিয় এ শিল্পীর অকাল প্রয়াণে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন শোকাহত।

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন