ঢাকা    বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
গণবার্তা

আর্কাইভ দেখুন

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দিনাজপুরে গ্রাহকদের বিক্ষোভ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দিনাজপুরে গ্রাহকদের বিক্ষোভ

ডিজিটাল ও প্রিপেইড বিদ্যুৎ মিটার এবং ডিজিটাল ডিমান্ড চার্জ বাতিলসহ চার দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহকরা। দিনাজপুর যুবসমাজের ব্যানারে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সুইহারির নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুৎ ভবনের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচি শেষে সড়কে অবস্থান নেওয়ায় দিনাজপুর–দশমাইল মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।দিনাজপুর যুবসমাজের আহ্বায়ক মো. মেশকাত আরেফিন সাকিল বলেন, প্রিপেইড মিটার সম্পূর্ণ বাতিল, পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং বিদ্যুৎ খাতে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বাড়ির দেয়ালে মিটার স্থাপন করে গ্রাহকদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে এবং রিচার্জ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে।তিনি আরও বলেন, “বয়স্ক ও অশিক্ষিত মানুষদের জন্য প্রিপেইড মিটার ব্যবহার করা অত্যন্ত কষ্টসাধ্য। যে উদ্দেশ্যে দুর্নীতি রোধের কথা বলে এই মিটার চালু করা হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনেই এর ভেতরে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। তাই আমরা এই ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছি।” এ বিষয়ে নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রুবেল হাওলাদার বলেন, প্রিপেইড মিটার নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই। গ্রাহকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও হেড অফিসে জানানো হবে বলে তিনি জানান। পরে প্রশাসনের আশ্বাসের পর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, দাফন জিয়া উদ্যানেই

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, দাফন জিয়া উদ্যানেই

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। বুধবার বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সরকারের উচ্চপর্যায়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ ভবন এলাকায় এসব বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে জানাজা ঘিরে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়।বিএনপির পক্ষ থেকেও জানাজা উপলক্ষে দলীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করবেন।প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের উপস্থিতিস্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।তিনি জানান, সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এ সময় পুরো পথজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় থাকবে এবং নির্ধারিত সময়ে মরদেহবাহী গাড়ির চলাচলের বিষয়টি আগেই জানানো হবে।প্রেস সচিব বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণজানাজা ঘিরে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি এপিবিএন, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। গোয়েন্দা নজরদারি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচলে কড়াকড়ি থাকবে। কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিং ও সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে, আবার কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল চালু থাকবে।যেসব সড়কে যান চলাচল বন্ধ বা সীমিতজানাজার সময় ফার্মগেট, বিজয় সরণি, গণভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন একাধিক সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট র‍্যাম্পও বন্ধ রাখা হবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।পার্কিং নির্দেশনাঢাকার ভেতরের যানবাহনের জন্য আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকার বাইরে থেকে আসা বাস ও অন্যান্য যানবাহন পার্কিং করতে পারবে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচল ৩০০ ফুট সার্ভিস রোডে।ডিএমপি জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে এসব ট্রাফিক নির্দেশনা কার্যকর হবে।বিদেশি অতিথিদের আগমনখালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপালসহ কয়েকটি দেশের মন্ত্রী ও বিশেষ দূত ঢাকায় আসছেন বলে জানা গেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় লাখো মানুষ অংশ নিতে পারেন। এজন্য জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জনসমাগমের প্রস্তুতি রাখা হয়েছে।


বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ সাদিও মানে

পেশোয়ারে আত্মঘাতী হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার নিহত

২০২৭ সালে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে

মরিঙ্গা সুপার ফুড:ছোট্ট পাতায় লুকিয়ে থাকা অসাধারণ শক্তি

টাঙ্গাইলে বাসি-পঁচা মাংস দিয়ে বিরিয়ানি প্রস্তুত, দুই লাখ টাকা জরিমানা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

২০২৬ থেকে দলিল রেজিস্ট্রেশনে বড় পরিবর্তন, প্রবাসীরাও অনলাইনে নিবন্ধন করতে পারবেন

পারিবারিক আদালতে বিনামূল্যে মামলা দায়েরের সুযোগ মিলবে ভুক্তভোগীদের

১০

ভদ্রতার ছোট ছোট নিয়মেই বড়ো সৌন্দর্য